ঝিম ঝিম বৃষ্টি ; স্রষ্টার কি সৃষ্টি
ফোটায় ফোটায় পড়ে ;  দক্ষিণা হাওয়া বয়ে
ঝিম ঝিম বৃষ্টি ; স্রষ্টার কি কৃষ্টি
মাটিতে সজোড়ে পড়ে ; গাছের পাতা বেয়ে
ঝিম ঝিম বৃষ্টি ; আহারে মিষ্টি
খোকাখুকিরা গায় গান ;
         প্রকৃতি পায় নয়া প্রাণ
ঝিম ঝিম বৃষ্টি ; কত অপরুপ সৃষ্টি
গাছগাছালিরা করে স্লান ;
          সব দুঃখ হয়ে যায় অম্লান
ঝিম ঝিম বৃষ্টি ; আসলেই তো মিষ্টি
কদমেরা খায় দোলা ;
              বিষাদ স্মৃতি যায় ভোলা
ঝিম ঝিম বৃষ্টি ; কতই না মিষ্টি
শতভাগ বিশুদ্ধতায় প্রকৃতির সিদ্ধতায়
                            করে দিগবিজয়