পরীক্ষায় এবার কম পেয়েছি দোষ কি মোর বলো
সকালে যে মা ডিম খাওয়ালো তার জন্যই তো হলো
বাবা তো রেগে আগুন এসব কিছু মানে না
আসলে আমার বাবা কোনো কিছুই জানে না
সাতার শিখতে চেয়েছিলাম সেখানেও হলো হার
পিপড়া তো খেতে দিলই না বরং দিল শত গাল
ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে তা ত সবাই জানে
বাম চোখ কাপলে বিপদ হবে তা ত সবাই মানে
আমার চেহারা একটু খারাপ দোষ কি মোর বলো
ভাঙ্গা আয়নায় চেহারা দেখার জন্যই তো এমন হলো
আমার দাদি সব জানেন ভারি জ্ঞানী তিনি
সব মানেন,সাবধানে থাকেন,সব বোঝেনও তিনি
সামনে দিয়ে বেড়াল গেলে স্কুল যেতে হবে না
রাতে গাছের ফল ত ছাড় পাতাও ছিড়া যাবে না
বড় হলাম বিয়ে করলাম বউ আনলাম ঘরে
বসালাম তারে নরম সোফায় মেজাজ নরম করার তরে
বউ আমার বায়না ধরেছে তারে করালাম কেনাকাটা
রমেস বলিল,"বাবু সাব মাস তো শেষ এই সময় ক্যামনে দিবেন এতগুলো টাকা?"
চিন্তা করিও না ডান হাতের তালু মোর চুল্কাইছে ঘন্টাখানেক হলো
ধরে নাও রাশি রাশি টাকা এই এসেই গেল
এভাবেই আমার জীবন যৌবন সব কেটে গেল
আজ আমার অসুস্থতায় হুতুমেরও ডাকা শুরু হলো
এই কুসংস্কারের অজ্ঞতায় আমি ডুবে ছিলাম জীবনকাল
আর তাই শেষজীবনে আমার এ হাল-বেহাল