একেলা বসে আছি আমি ঘরের এক কোণে
কারোর তো স্থান নেই আমার এ মনে
কেন জানি খারাপ লাগে হঠাৎ এক সময়
এ মন উদাসী শুধু দুঃখ জমায়
কেউ নেই যে করব গল্প তার সাথে
কেউ নেই যে থাকবে আমার পাশে
একেলা আমি বড়ই একেলা
থাকি একেলা ভাবি একেলা শুধুই একেলা
হঠাৎ করে এই উদাসী ভাব যেন যায় বেড়ে
চিন্তা করি কেন এমন লাগে সব কাজ ফেলে
আমার তো সব আছে পিতা মাতা ভাই বোন
দরকারী সময় নষ্ট করার জন্য আছে একটি ফোন
তবুও কেউ তো নেই আমার কাছে
সবাই থাকে দূরে কথা হয় মাসে
আমি তো ইন্ট্রোভার্ট কারোর সাথে না মিশি
হঠাৎ করে এই একাকীত্ব হয়ে যায় অনেক বেশি