মা, ও মা
মোরা নাকি আর কথা বলতে পারব না?
মোদের নাকি ভাষা বদলাতে হবে?
মা বলো না
এই কথা মিথ্যা তাই না?
কেন ওরা তোমার শেখানো কথা কেড়ে নিবে?
ওরা কি মানুষ না?ওদের কি মা নাই?
ওরা কি মায়ের আদর পায় নাই?
মাগো
ইশকুলে ঐ ভিনদেশী ভাষা বলতে পারি না
মুখে আসতেই চায় না
কি সুন্দর তোমার শেখানো কথা
কি অপরুপ মায়াবী এ ভাষা
ও মা
আমি তোমার ছেলে হয়ে এ মানতে পারি না
আমি তোমার ভাষা কেমনে ছাড়ি
মাগো
আমি তোমার কাছ ছাড়ব না
তোমার মুখের ভাষা আনব ফিরি
মা তুমি চিন্তা করিও না
আমি তোমার দামাল ছেলে
তুমি আমায় শির নত করা শেখাও নি
মা, ও মা
দেখো আমার বুকে গুলি,রক্ত পড়ছে
                        কিন্তু মুখে হাসি
আমি ছিনিয়ে এনেছি তোমার ভাষা
আমি বিজয়ী, আমি নির্ভীক;
                  আমার বুক ভর্তি আশা