প্রকৃতি কি তখনই কাঁদে
যখন তোমার মন বেজার থাকে?
যখন তোমার মন বিষাদের রঙ মাখে?
পাখিরা কি তখনই নিস্তব্ধ হয়ে যায়
যারা তারা তোমার কান্নার শব্দ পায়?
হাওয়া কি তখনই থেমে যায়
যখন তোমার অশ্রুজল ভূমিতে পতিত হয়?
গাছের পাতা কি তখনই নেচে উঠে
যখন তোমার মুখে হাসির জোয়ার ফোটে?
তোমার চোখের চাহনিতে কি দুঃখেও সুখ জোটে?
তোমার জন্য কি আসলেই প্রকৃতি তার রুপ বদলায়
আমার কাছে তো তাই মনে হয়
কে দিবে আমায় এসব প্রশ্নের উত্তর
                             যদি তুমি চলে যাও
তুমিও কি কখনো এর উত্তরের খোজ পাও?