পুরনো বছর পুরনো সব পুরনো সকল স্মৃতি
নতুন বছর নতুন গল্প নতুন সব রীতি
ধীরে ধীরে চলে গেল পুরো একটি বছর
সকল স্মৃতি সকল গ্লানি চলে গেল অগচর
কারো কেটেছে জীবনদুঃখে কারোর আবার সুখে
কেউ পেয়েছিল অঢেল সম্পদ কেউ থেকেছে দুখে
এসব স্মৃতি বিস্মৃতির স্মৃতিচারণ শেষে
মোরা নতুন বছরকে বরণ করি নতুন আশার বেশে
ক্ষুধার্তরা ভাবে হয়ত খাবার পাবে অবশেষে
বেকাররা চিন্তা করে এবছর থাকবে না শুধু বসে
চাকুরিজীবিরা প্রমশনের জন্য থাকে অপেক্ষা করে
দুর্নীতিবাজরা নতুন উদ্যোমে অর্থের পাহাড় গড়ে
উদাসীদের নেই চিন্তা নেই কোনো উদ্বেগ
পুরাতন যাবে নতুন আসবে লাভ কি করে আবেগ
মানুষ ত আর যন্ত্র না হিসাব করে চলে না
এতদিনের স্মৃতিগুলো ত আর নিমেষেই মরে না
তবুও এক বছরের সব স্মৃতিগুলো ফেলে
মন নয়া ভাবনায় ভাবুক হয় নতুন বছর এলে
পুরনো বছরের সকল ভাবনা না করে উৎঘাটন
সবাই মিলে আশায় মেতে করে উৎযাপন