ওহে রূপসী তোমায় দেখিলাম  
                     হাজারো রমনীর ভীড়ে              
শান্ত হৃদে উত্তাল ঢেউ  
                   আঘাত হানিল মন তীরে
শত নারীর মাঝে আড়চোখের ভাজে
                    তোমার দিকে তাকালাম
নিজ সত্তা ভুলি অবুঝ মনে
                    অজানা শহরে হারালাম
কেশগুচ্ছ তোমার দুলিল পবনে
                            ময়ুর পঙ্খ বেশে
তোমার রূপে ডুবিলাম আমি
                   লজ্জা হারালাম অবশেষে
আজ এ প্রকৃতি সেজেছে
                       যেন অদ্ভুত এক রূপে
তবুও তোমার রূপের কাছে
                           এরূপ হলো ফিকে
হঠাৎ তুমি তাকালে মোরে
                          শান্ত হলো এ হৃদয়
না জানিয়ে কেমন করে  
                       জানালে মোরে বিদায়
তোমায় দেখে স্তব্ধ আমি মুগ্ধ হয়ে রব
ওহে অপরিচিতা,
আবার কি কোনো ভীড়ে তোমার দেখা পাব?