" বললাম তো বোনকে
    আমি আনব খাবার কিছু
একটা লোক হেটে যাচ্ছে
গিয়ে দেখি লোকটার পিছু"
"কিরে বাবা কেন তুমি করছ
            এই আমার পিছু?
তোমার কি কোনো সমস্যা?
আমার কাছে কি চাচ্ছ কিছু?"
"জ্বি হুজুর আমি অনাথ
        বোন আছে না খেয়ে
খাবার ছাড়া কিভাবে চোখে চোখ রাখি
       বোনের কাছে গিয়ে?"
"ওহ এই ব্যাপার সমস্যা নেই
   আমি তোমাকে কিছু খাবার দিব
কিন্তু এই খাবারের বিনিময়ে আমি কি পাব?"
"করে দিতে পারি আমি আপনার বাড়ির সব কাজ
করব সব কাজ না করে কোনো লাজ"
"বুঝলাম তুমি সত্যিই পড়েছ বিপদে
কেমনে আমি ছাড়ি তোমাকে একলা এ পথে?
চল তুমি আমার সাথে আমার বাড়িতে
দিব তোমায় খাবার হবে না কিছু করিতে"
         মিনিট পনেরো চলে গেল
অবশেষে লোকটি তার বাড়ির দেখা পেল
"এই যে খোকা তুমি এখানে থাক কিছুক্ষণ বসে"
"চোখ খুলে দেখি লোকটা আমায় ডাকছে একগাল হেসে"
"তুমি খুব ক্লান্ত ছিলে তাই নিদ্রা গেছিলে
সকাল থেকে তুমি কি কিছু খেয়েছিলে?"
"না হুজুর দুদিন হয়ে গেল মোরা খাইনি ত কিছু
শুধু হেটে গেছি এই নদীর স্রোতের পিছু"
"তবে তুমি খেয়ে নাও এই সামান্য কিছু খাবার
এ ছাড়া আমার আর কিছুই নেই তোমাকে দেবার"
"আমার ক্ষুধার্ত বোন খাবার জন্য
অপেক্ষা করছে অধীর আগ্রহ নিয়ে
তাকে ছাড়া আমি আগেই খাব হুজুর
                কোন বিবেক দিয়ে?"
(অনুগ্রহ করে পূর্বে অনাথ ১ পড়বেন)