এই নিস্তব্ধ নিঝুমকালে প্রকৃতি একলা হয়ে গেছে
কেউ কি এসময় থাকবে তার পাশে?
সুবহে সাদিক থেকে শুরু হয় কোলাহল আর শব্দ
কিন্তু এই অকাল দুপুরে সবই নিস্প্রাণ নিস্তব্ধ
মাঝিরা চলে যায় নিজ নিজ বাড়ি
সবই স্তব্ধ থেমে যায় সময়ের গাড়ি
গৃহস্তরা কাজ ছেরে দেয় ভাত ঘুম
পাখিরা হঠাত করে হয়ে যায় গুম
থেমে যায় সর্বক্ষণের মাতাল হাওয়া
পাখিরা কেন জানি ভুলে যায় গাওয়া
মাঝে মাঝে কাশেরা বাতাসে খায় দোলা
এরই মাঝে জীবনদুঃখ সহজেই যায় ভোলা
মনে হয় আধোরাতের ভৌতিক পরিস্থিতি
ভূত না এত প্রকৃতিরই রীতি