"এই যে ভাই শুনে যাও আমার একটি কথা
পায়ে ধরি গাছেরে কেটে দিও না তারে ব্যাথা
গাছেরও যে প্রাণ আছে জানো ত তা বটেই
তবু্ও কেন গাছেরে নিয়ে চিন্তা করনা মোটেই
সারাজীবনত বেচেই থাকো তাদের সর্বোস্ব নিয়ে
তবুও নির্বিচারে গাছ কাট ভাই কোন বিবেক দিয়ে
শ্বসনের অক্সিজেন থেকে শুরু করে খাবার জন্য ফল
সবই কিন্তু দিয়ে থাকে আমাদের এই গাছেরই দল
জন্ম থেকে শুরু করে মৃত্যু  পর্যন্ত ভাই
এই গাছেদের সাহায্য ছাড়া কিন্তু বাচার উপায় নাই
ভেবে দেখ আবার আমার এসব কথা
পরিবেশের ক্ষতি করে ঘুচবে কি তোমার জীবনের ব্যাথা?"
"ক্ষমা কর ভাই কেটেছি আমি এতসব গাছ অর্থের লোভে পড়ে
আমারও ত সংসার আছে বউ বাচ্চা দুটি ঘরে
যদি আমি ছেড়ে দেই এ কাজ তোমার কথার পরে
অর্থের অভাবে অন্নের সংকটে যাবে ত তারা মরে"
"তোমার কথা শুনে আমি হলাম ব্যথিত
সৎ অর্থে সুখ আসে আছে ত তা কথিত
যদি তুমি কর বন নিধন;কর না সৃষ্টির সেবা
প্রতেকে তোমারে অভিশাপ দেবে;তুমি কি তা নেবা?
যাচ্ছে বরফ গলে;হচ্ছে পৃথ্বী উষ্ণ
পৃথিবীর ধ্বংস অভিসম্ভাবি পারবে না ঠেকাতে স্বয়ং কৃষ্ণ
তাই বলি দিচ্ছি আমি তোমারে সামান্য কিছু অর্থ
শুরু করো সৃষ্টির সেবা হবে না তুমি ব্যর্থ"
"ধন্যবাদ জানাই ভাই আমি তোমারে
বুঝালে অনেক কিছু এই নির্বোধ আমারে
কথা দিলাম আমি কাটব না নির্বিচারে এই ধরণীর গাছ
করব বৃক্ষ রোপন আর যত্ন বারো মাস"