তুমি আছো কোথায়? কোথায় আছো তুমি?
কোথায় গেলে কখন তোমার দেখা পাবো আমি?
কেমন আছো তুমি? কখন হবে দেখা?
কখন তোমার সনে করিব মেলামেশা?
কবে তোমার নয়ন, দেখিব নয়ন মেলি?
কবে এ মনের কথা বলিব মন খুলি?
কবে তোমার কেশগুচ্ছে গুজিব গোলাপ কলি?
কেমনে এ অপেক্ষার কথা নিজেই নিজেরে বলি?
চাঁদের কিরণে তোমার কথা ভেসে উঠে এ মনে
তুমি আছো কেমন?কোথায় কার সনে?
তোমার কথা ভাবিলে পুলকিত হয় এ মন
তুমি হয়তো অনেক দূরে কিন্তু হৃদে সারাক্ষণ
তুমি থাকিও একা;করিও আমার অপেক্ষা
ব্যস্ত আমি নিজেরে গুছাতে;নিচ্ছি এখন দীক্ষা
একদিন আসিব তোমারো তরে; চাইব তোমার হাত
তোমার জন্য এ অপেক্ষা  একদিন পরিপূর্ণতা পাক