মোরা গ্রামে থাকি কিন্তু গ্রামীণ নই
মোদের বয়স কম কিন্তু মোরা নবীন নই
মোরা মানুষরুপী তবু মোরা মানুষ নই
কেননা মোরা নিজ সত্তায় বিশ্বাসী নই
মোরা ভাবি মোরা নবীন কিন্তু নবীনত্বের ছাপ নেই
মোরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নই
মোরা নবীন হয়েও নবীন নই
মোরা ভাবি মোরা মানুষ কিন্তু মোরা মানুষ নই
যে জীব আত্নকেন্দ্রিক সে যাই হোক মানুষ নয়
মোরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নই
মোরা অসৎ নয় কিন্তু সৎ ও নই
যতক্ষণ মোদের স্বার্থে আঘাত লাগে না ততক্ষণ মোরা সৎ
স্বার্থ বিরোধী কাজ হলেই  মোরা হয়ে যাই অসৎ
মোরা রূপের পূজারী গুণের নই
মোদের কাছে রূপ ঠিক থাকলে সব ঠিক হয়
মোরা বাঁচি নিজের তরে থাকি নিজের তরে অন্য কিছুর বালাই নাই
তবে মোরা কিরূপ মানুষ তুমিই বল ভাই