নারী সে রূপসী বৈচিত্রে ভরপুর
ক্ষণে ক্ষণে বদলায় তার মনের সুর
কখন কি অবস্থায় থাকে মুড সুইংয়ের নামে
তাহার যে সঙ্গী সেও না জানে
মনে এক মুখে আরেক বৈচিত্রে ভরপুর
রংধনুর রঙে রাঙ্গানো তার মনের সুর
কেউ হয়ে থাকে বিশ্বাসী চরম রকমের ভালো
কেউ রূপে রুপময়ী হয়েও মন ভীষণ কালো
কেউ করে খেলা নরের মন নিয়ে
কেউ আবার ভালো রাখে ভালোবাসা দিয়ে
নারী তুমি সবচেয়ে দামী মনে রেখো তা
তুমি সবচেয়ে সম্মানিত তোমায় ডাকে মা
নিজের সম্মান রাখতে হবে নিজেকেই তা জানো
তুমি হবে চরিত্রবান তা নিশ্চয় মানো