"দোষ কারোর নহে দোষ ঐ বেডিটার
কেন মুখ বন্ধ করে সহ্য করে না প্রহার
বেডি মানুষ জঞ্জাল চুপ করে রবে
কেন সে বেডা মানুষের উপর কথা কবে?
বেডি মানুষ সমাজের বোঝা নেই তার অধিকার
কিসের সম্মান দিতে হবে? পাচ্ছে ত আহার"
হাজার দোষেও দোষী নহে বেডা যদি হয়
দোষ না করিলেও দাগী আসামী বেডি লোকেই রয়
জন্ম নিয়েছে বেডি হয়ে তাই এত লাঞ্ছনা?
বেডি হওয়ার জন্যই কি সইতে হবে বঞ্চনা?
আরে পাষন্ড বেডি না থাকলে জন্ম নিতি কার পেটে?
বেডি মানুষ আছে বলেই আহার জোটে তোর মুখে
অসুস্থতায় শুশ্রূষা ঐ বেডির কাছ থেকেই পাস
জীবনেও কি ভুল করে ঐ বেডির খবর নেস?
পাষন্ড তুই পাষন্ড থেকেই জীবন চলে যাবে
ইহকালে কি বেডি তার প্রাপ্ত সম্মান পাবে?
ওহে নালায়েক লায়েক হ বুঝতে শেখ কিছু
তোর জীবন থেমে যাবে যদি ওরা ছাড়ে তোর পিছু
ভালো হ ভদ্র হ সম্মান দিতে শেখ
ওদের কাধে কাধ রেখে নতুন ভবিষ্যত দেখ