জন্ম-নিয়ন্ত্রন বড়ি খেয়ে সূর্যের ভেতরে
শুয়ে আছে আলো - ক্লান্ত অতি!
এইদিকে, অন্ধকার দ্রুত বাড়িয়ে চলেছে
তার বিষধর সন্ততি
খন্ড খন্ড কালো মেঘ:যারা কিনা আঁধারেই জ্ঞাতি
ওরাও দখল নিল যেটুকু বাকি ছিল
চাঁদের বুকে ফলা আবাদি জ্যোতি
এখন কেবলি দীঘল হয় রাতের রাজ্যপাট
আর কেবলি বন্ধ হয়ে যায় দিবস-কপাট!
এমন প্রবল নিরবতার সামনে দাঁড়িয়ে
সাহস করে বলতে ইচ্ছে হয়-
"অন্ধকার আমার ভালো লাগেনা।"
-"আমাকে ফিরিয়ে দাও সেই আলোকিত সময়।"