মনে যদি চায় আরেক বার আসিও আমাদের এই গ্রাম
বিদায় বেলা বিষন্ন চিত্তে তোমায় বিদায় জানালাম।


যেথায় মেহগনির বাগান আর বাবলা গাছের সারি
আপন মনে ঝিনাই চলেছে গ্রামের বুক খান চিড়ি।


ঘুঘুর ডাকে মন উদাস হয় লেখনি আসে কলমে
এমন দ্বীতিয়টি পাবে নাকো আর খুঁজে এই জনমে।


বাজখাঁই রোদ আর মেঘ মুক্ত আকাশে চিলেরা খেলা করে
কত যে সময় কেটে যায় অবচেতনে বসে ঝিনাই নদীর ধারে।


যেথায় আম্র মুকুল আর সরিষা ফুলের গন্ধে মুখরিত চারদিক
এমন সুভাষিত ছন্দে মন ভরে যায় পথ হারায় পথিক।


বালিয়া বিলে সাদা বক আর পানকৌড়িদের ঝাঁক
নিশি শুরুতেই শুনতে পাবে বন্ধু শেয়ালের ছাড়া হাক।


পথের ধারে আপন মনে জোনাক দিয়ে যায় আলো
কত যে মায়ায় বন্ধু তোমায় গ্রাম খানি বেসেছে ভাল।


খরাকাপে লাউ কুমড়া, শসা-তরমুজ আর নানা ফসলের চাষ
মুখেতে তাদের হাসি থাকে আর তারা ব্যস্ত বারোমাস।


নিশি গভীরে শুনা যায় কভু নিদ্রাহীন ডাহুকের শব্দ
আচমকা ভাংগে ঘুম হিম হয় শরীর চারিদিক নিরব নিস্তব্ধ।


এমন মায়ার গ্রাম খানি ছাড়তে তাই জল যে চোখের কোনে
আসিও ফিরে বন্ধু আবার যদি টান লাগে গো তোমার মনে।