বসন্ত যায় যায়, তবুও কোকিল ডাকে এ মনে লাগে টান
এমন বিদায় বিরহে চোখে আসে জল,ব্যকুল হয় মন প্রাণ।
কতবার বলেছি যেতেই যদি হবে, তবে আস কেন বারবার
আমি কি তোমার খেলার পুতুল? আমার জন্মই কি কাঁদিবার?
জানি প্রশ্নটা কঠিন হয়ে গেল যাতে প্রস্তুত নও তুমি
আর কত অশ্রু জলে বুক ভাসালে, মুক্তি পাব আমি।
আমড়ার মগডালে ঘুঘু বসেছে, কোকিল যাচ্ছে উড়ে
তুমি থাকবেনা, তুমি নাই, ভাবতেই যাতনায় বক্ষ যাচ্ছে চিঁড়ে।
কতনা ঘুমের ঘোরে তোমার ফোটানো পুষ্প, ললাটে এঁকেছে চুম্বন
তবে কেন যাও ফিরে, তোমার মত করে, চোখে রেখে ক্রন্দন।
তোমার চলে যাওয়ায় পুষ্পগুলো পাবেনা আর অনুপম মায়ার দোল
তবে কি তোমার সাথে আমার এ মন বদল, সবটুকুই ভুল।
তুমি ত চলে যাবেই, এ তোমারই নীতি, আমারই ভুল তোমাকে চাওয়া
কেন এত ছোট জীবন, হয়ে যায় শেষ, না মিলে হিসাব, না মিলে পাওয়া।
তুমি যাও, চলে যাও, কিছুই বলব না, শুধু একটা আবদার রাখি
তোমার এ বিদায় লগ্নে দিয়ে যাও আমায়, তোমার গানের পাখি।