বাঙ্গালীরা স্বাধীন জাতি
নয়তো পরের অধীন
এগোয় বুকে সাহস নিয়ে
বাজলেও মরনবীণ।


তারা ভয় করেনা কোন কিছু
সত্য নিয়ে চলে
পথিমধ্যে থাকলে বাঁধা
পিছনে দেয় ফেলে।


জীবন দিয়ে মরণ নিয়ে
আত্নত্যাগের বিনিময়ে
বিষাক্ত সর্পের ঠোঁট থেকে
বাংলার পতাকা এনেছে ছিনিয়ে।


সবুজ এই দেশের মাটি
রক্ত ত্যাগে লাল
যুদ্ধ করতে বাংলার মাঝি
ছেড়েছে নাও, পাল।


প্রেমপ্রীতি তাদের মায়ের জন্য
জন্মৃভূমি দেশকে নিয়ে
জয় করেছেই দেশকে তারা
ডাকুক না কেউ ভয় দেখিয়ে।


তাইতো তারা অস্ত্র হাতে হিংস্রভাবে
আঘাত করলো তাদের
কুকুর, শকুন, শিয়ালের মত
স্বভাব ছিল যাদের।