আছে যত জ্বালা এ হৃদয়ে মোর
দিবনা তোমায় কিছু
ভালবাসার বিনিময়ে দাওনি ভালবাসা
দিয়েছ অন্য কিছু ।


তোমার কারনে দুটি চক্ষু তার
ডুবিয়া গেছে কুঠরে
আধমরা সেই কবিকে দেখিয়া
তার ছোট্ট বোনটি কেঁদে মরে ।


কবির আছে যত রুক্ষ চুল
হয়ে গেছে ফ্যাকাশে
জমেছে মেঘ হৃদয়ে তার
জমেনি যত আকাশে ।


যমকৃষ্ণ হয়েছে মুখটি তার
শুষ্ক হয়েছে ঠোঁট
দেখিলে তাকে কখনও তুমি
তোমারও কাঁদবে বুক ।


চোখের নিচে জমেছে কালি
হয়েছে  কৃষ্ণ কালো
মন হারিয়েছে আঁধারে তার
পায়না খুঁজে আলো ।


তোমার কবির সারাদেহ জুড়ে
প্রচন্ড খরতাপ
পারলে আরও ব্যথা দিও তুমি
তোমায় দিবেনা অভিশাপ ।