সেদিন বিকেলের কথা
ভুলিতে চাই বারবার
কিন্তু পারিনা কোন মতে
স্মৃতি মুছে না একবার।


কি করে ভুলিব আমি
আমারও যে আছে হুঁশ
অযথা মার খেল একজন
অথচ সে ছিল নির্দোষ।


কলম আমার কাঁদে শোকে
লোকটির উপর অত্যাচারে
আজ তোরা ক্ষমতা পেয়েছিস
তাই মারনেওয়ালা নস রে।


এই কি দোষে মারলি তোরা
শালা, জানোয়ারের দল
ও-বুঝেছি আমি সে ছিল
একেবারে নি:সম্বল।


বিকেল বেলা বসা ছিলাম
ভাসানী নভোথিয়েটারে
তাকিয়ে দেখি ঠেংগা রেখে
চাচ্ছে ক্ষমা হাত জোড় করে।


লোকটি ছিল বিকলাঙ্গ
হারানো একটি পা
তারপরও তার উপর তোদের
অত্যাচারের নেই সীমা।


এমনি করে লাঞ্চিত হবে কি
আমার দুর্বল ভাই?
শাসন বিভাগ, সরকার বিভাগ
সবার কাছে বিচার চাই।