বৈশাখ এসেছে মাঠ ভরেছে
দিয়ে সোনালি ধান
কৃষকের মুখে হাসি ফুটেছে
গাইছে সুখের গান।


বৈশাখ এসেছে মেলা জমেছে
ঘোড়ার দৌড় মেলায়
কেউ হারাবেনা এমন সুযোগ
বসে অবহেলায়।


বৈশাখ এসেছে বাদ পরেছে
পুরোন বাকির পাতা
জমেছে সকল দোকান জুড়ে
শুভ হালখাতা।


বৈশাখ এসেছে কৃষাণী মেতেছে
নবান্নের পিঠা পুলির
নাতী শুনছে গল্প হাজার
ঠাকুরমার জুলির।


শুষ্ক প্রায় পুকুর গুলিতে নেমেছে
ছেলেমেয়েদের ঢল
করছে কত লাফালাফি আর
করছে ঘোলা জল।


লাফালাফি আর সাতার কাটায়
লালচে চোখ করে
অল্প পানিতে চতুর মাছগুলোকে
আনছে তারা ধরে।


বৈশাখ এসেছে পত্রঝরা বৃক্ষ গুলোয়
নতুন কচি পাতা
নদীর ধারে বৈশাখী হাওয়ায়
শুনবো পাখির কথা।