জীবন নদীর খেঁয়া ঘাটে
হারিয়ে বোন তোমায়,
দু-চোখ ভরে অশ্রুজলে
বুকটা ভরে ব্যথায়।


যেদিন আমি শুনিতে পাইতাম না
তোমার কোন কথা,
শাঁ শাঁ করে ঝড় বইত বুকে
মনেতে বাজিত ব্যথা।


না দেখিলে কখনও তোমার
সুন্দর চাঁদ মুখ,
পৃথিবী জুড়িয়া বৃষ্টি নামিত
আমার নামিত শোক।


পদ্ম ফুটিলে যেমন সাজিত
রুপসী চলন বিল,
তেমনি তোমাকে সুশ্রী করিয়াছে
তোমর মুখের তিল।


এমন মুখে পড়লে কভু
রোগের কোন ছায়া,
বলতে আজ অসুস্থ আমি
হাঁটতে পারিনা ভা-য়া।


একদিন আমায় না দেখিলে
হতে চাতক পাখি,
যেদিন আবার পেতে আমাায়
ভেজাতে দুই আঁখি।


সেই বোনটি হারিয়ে গেছে
আমায় একা করে,
দোয়া করি সুখে থেকো
সারাজীবন ধরে।