দেশ ডুবেছে রসাতলে, দুর্নীতিতে চ্যাম্পিয়ান
পরের টাকা নিজের করে, দানের বেলায় মহীয়ান।
খালি পকেট বাড়ী থেকে ভরতে হবে অফিসে
হোক না তাতে কষ্ট কারও, আমার কি যায় আসে?
আমি বাঁচলে বাপের নাম, বাপ বাঁচলে দাদা
সততা কোন নীতি নয়, সৎ লোকেরাই গাঁধা।
যে লোকটা ঠকায় বেশি, সেইতো হচ্ছে বিজয়ী
যার বলা কওয়ার সামর্থ্য নেই, তাকেই দেখি বিনয়ী।
কষ্টে পুড়ে মানুষ মরে, লাশ খায় কুকুরে
সেফটি শুধু ডিকশনারীতে, খুন ভর দুপুরে।
রাষ্ট্র ক্ষমতায় থাকে যারা, স্বর্গ বুঝি তাদের হাতে
ন্যায় অন্যায় যায় না বলা, বললে যাবে কুমাতে।
যদি কারও সম্পত্তিতে, চোখ পড়ে কাক শকুনের
করতে তাকে ভিটে ছাড়া, লাকড়ী বানাবে উনুনের।
জনসেবা আজ ভূমিতে নেই, সেসব শুধু রকেটে
চাঁদার টাকা না দিলে হায়, মামলা হয় গাঞ্জাটে।
ঘুষ চলে যত্রতত্র, ব্যাংক হয় লুটপাট
দুর্নীতিতে সবার সেরা, পুরোটাই যেন সদরঘাট।
দেশটা জুড়ে আহাজারি, বুক ফাটা কান্না
কর্তা ব্যক্তি ভাল মানুষ, এসব নাকি চান না।
কার ইশারায় হচ্ছে এসব, চলছে এই ডুবোযান
কে বলবে কাকে কিছু? দুর্নীতিতে চ্যাম্পিয়ান।