ঠাঁই দাড়িয়ে ভাবছি একা দেশের একি হাল!
বিশ্ব জুড়ে আজ ছড়িয়ে গেছে ইন্টারনেটের জাল।
ঘুমটা ভাঙ্গলে সকাল বেলা, খোলে চোখের পাতা
নিউজ ফিডটা চেক করে দেখি, কি আছে যে সেথা।
নিত্য নতুন ছবি স্ট্যাটাস আপলোড করে যাই
দেখতে থাকি লাইক কমেন্ট কত সহস্র পাই।
কেউবা লিখে অসাম আবার কেউবা লিখে নাইস
কেউবা লিখে উপদেশ বাণী, কেউবা ক্রিটিসাইজ।
ফেসবুকে আজকাল লাইভ দেখা যায় সাথে ভিডিও কল
তারপরেতেও নকল আইডি, আর কত শত না ছল।
আইডি দেখে যায়না চেনা, মিথ্যে প্রেমে পড়ে
দেখা হলেই সর্বনাশ, এমন কাজ কেউ করে?
নাতির বয়সী ছেলের সাথে, প্রেমে পড়ছে দাদী
অসম বয়সে হতে পারে প্রেম, হয় না বিয়েসাধী।
কারও আবার হচ্ছে প্রেম, দেশের গন্ডী ছেরে
বাচ্চা রেখে আসছে তারা, প্লেনেতে উড়ে।
কারও সংসার লাগছে জোড়া, আবার কারও বিকল
এসব বুঝার নেইতো উপায়, ডিজিটাল ছল!