এসো হে বসন্ত


আজি এই সুন্দর প্রভাতে
স্বলাত আদায়ের পর
শুনেছি তোমার মিষ্টি বাণী
মিষ্টি গানের স্বর।


ভেংগেছে ঘুম মুয়াজ্জিনের ডাকে
আদায় করিতে স্বলাত
বাইরে এসেছি তোমারি ডাকে
দেখিতে শুভ্র প্রভাত।


রাংগা চারদিক ফুলের মেলায়
ঘ্রাণে সুভাসিত বাতাস
এসেছ তুমি বসন্ত ঋতু
এতো তোমারি আসার আভাস।


তোমাতে প্রাণ উচ্ছল পুলকিত মন
আর দৃষ্টি নন্দন দিগন্ত
এসো হে এসো হে এসো হে তুমি
আমারি প্রাণের বসন্ত।