কার অপেক্ষায় সখীগো জেগেছি সারা নিশি
বিষন্ন বদনে বসেছিলাম না বাঁজিয়ে সেই বাশি।


এসেছ ফিরে ঘরেতে আবার শুনেই ব্যকুল এ মন
আসবে সামনে চাঁদ মুখ আমার দেখব তাকে কখন।


নিরালায় ভাবি স্থির চিত্তে তোমাকে আমি মম
তুমি যে আমার প্রাণের প্রিয়া আমার প্রাণের সম।


উদীয়মান সূর্যের আলোক ছটায় আলোকিত পৃথিবী
তুমি ত আমার সূর্যের আলো আর তুমি ত আমার সবি।


সারা দিনমান তাকালে তোমার পানে ক্লান্তি যায় চলে
আমি যে এখন তোমাতেই বিভুর আমাকে গেছি ভুলে।


তোমাতে হারিয়েছি মন আমার তোমাতে হারানো জীবন
সখী তুমি যে আমার স্বপ্ন আশা, তুমি যে কাব্য কথন।