রাস্তাটার পূবধারে সে ছিল দাঁড়িয়ে
সাদা রঙের এপ্রনটা সারা গায়ে জড়িয়ে।
সূর্যের আলোকচ্ছটা কপালের চারিধার
কপালের কুঞ্চনে মনে হয় মুখভার।
অগোছালো রাস্তাটা ফাঁকা যে হয় না
তাই বুঝি দাঁড়িয়ে, ওপারে সে যায় না।
মায়াভরা মুখ খানি হচ্ছে ফ্যাকাশে
তীব্র রোদের তাপে মাঝে তাকায় আকাশে।
আবছায়া আসেনা রোদ না হয় ক্ষান্ত
এ পারে না আসায় শরীর বড় ক্লান্ত।
ভাবলাম কাছ থেকে দেখব কে সে?
কাছে গিয়ে তাকিয়ে দিলাম যে মৃদু হেসে।
গাড়ীটা না দাঁড়ানোয় দেখল না সে আমায়
শো করে চলে গেলাম, গন্তব্যের ঠিকানায়।
যাকে দেখলাম এত করে তাকে কি চিন না?
সে যে মায়াবতী, টোল গালের অনন্যা।