এইতো সেদিন সকালে
উঠেছি আমি নামাজ আদায় করবো বলে।
ঝলমলে চারদিক কোথা নাই কুয়াশা
মাঝেমাঝে দু একটা তাও ভাসা ভাসা।
ওযু শেষ, নামাজ শেষ বেরুব বাইরে
কুয়াশা বলে কোথা যাও, যাও ভিতরে।
সকালে কুয়াশা দেখে মনে হয়
এ যেন বারুদের ধোঁয়া আর কিছু নয়।
কিন্তু বারুদের ধোঁয়া গরম লাগে
এ যে সবার গায়ে কনকনিয়ে বাঁজে।
তবুও বেরুলাম গায়ে চাদর মুড়িয়ে
মিনিট বিশেক পরে দেখি, দিয়েছে ভিজিয়ে।