দুটি জানালা-
থাকত খোলা, সারাটা বেলা।
বন্ধ হত-
বন্ধ হত তখন, সন্ধ্যা নামত যখন।
আজও জানালা-
হয় বন্ধ, হয় খোলা।
কিন্তু তুমি নেই-
পাইনা শুনতে, জানালার শব্দ খানি সেই।
আজকাল সেদিকে-
হয় না যাওয়া, ব্যস্ততা ঘিরে থাকে।
যখন মনে হয়-
কষ্ট ব্যথা আর বিষন্নতায়, মন ছেয়ে রয়।
কত না হাসি-
দেখেছি অলক, বলিনি ভালবাসি।
তবুও মন-
হয়নি আমার, তোমার হয়েছে কখন।
দেখা হলেই-
মুচকি হাসতে, আর চলে যেতে আমাকে ফেলেই।
আমিও তাকাতাম-
তোমার পিছুপানে, যতটা সময় দেখতে পেতাম।
সেদিন রিকশায়-
দেখিলাম ক্ষনেক, চাতকের পিপাসায়।
এখন যে আশা-
থাকুক না এমন, আমার অব্যক্ত ভালবাসা।