আত্নশুদ্ধির মাসে আমাদের
বিবেকের বনবাস
সাওমের নামে অনেকে করে
সারাদিন উপবাস।


সিন্ডিকেটে বাজার চলে
মূল্য বৃদ্ধি চরমে
লুকিয়ে বাজার মধ্যবিত্তের
গরীব লুকায় শরমে।


হোটেলের গায়ে চাদর জড়িয়ে
ভিতরে খেয়ে খাবার
ইফতার টেবিলে সবার আগে
যেন, পাক্কা রোজাদার।


জমায়েত হলে জ'না তিনেক
কিংবা তারও অধিক
গীবত চলে হরদম সেথায়
কথা হয় দ্বিকবিদিক।


অনেকের আবার গ্যাস্টিক বাড়ে
শুধু রমজান মাস-টায়
আগের মত চলেনা শরীর
বিরক্ত করে পেট-টায়।


মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে করে
অনর্থক রাগারাগি
ইফতার দানে শো-ডাউন চলে
চলে পোস্টের ভাগাভাগি।


রাগের তুড়ে ভুলে যাই সব
বলা হয়না আর
নবীর শেখানো সেই সে কথা
শোনো, আমি রোজাদার।