আমার জমানো কষ্টের রং দিয়ে আকাশ গেছে ছেয়ে
ঈষাণ কোনায় মেঘ জমেছে, ঝড় আসছে ধেয়ে।
হঠাৎ করে চোখ বুলাতেই পুরোনো এলবামে
পড়ছে মনে হাজারো স্মৃতি যা বাঁধা আছে এইখানে।
বিশেষ করে সেই ছবিটায়, যেথায় হাতে একগুচ্ছ ফুল
ঠোঁটে লাগানো লাল লিপিষ্টিক ছড়ানো দীঘল চুল।
ভ্রু কুঁচকানো কাজল চোখে জমানো এক বিন্দু জল
আমার থেকে কথা নিতে আরও কত শত না ছল।
গায়ে জড়ানো লাল টুকটুকে শাড়ি হাতে মেহেদির রং
সেসব কিছু আজ পড়েনা মনে ভুলে গেছি যে কখন।
তোমার দাড়ানোর ঠিক পিছনেই গন্ধরাজ ফুটে আছে
সুভাষ নিতে তাহার থেকে আর হয়নি যাওয়া কাছে।
পা বাড়াতেই দু হাত ধরে বলেছিলে কোথায় যান
আমিতো তোমার স্বপ্ন আশা, তুমি যে আমার প্রাণ।