সারাটি জীবন এক দূরাশার স্বপ্নব্যাধি ঘুমাতে দেয় না
যদি বলি, ‘হে ঈশ্বর’ আজ দুটি চোখে ঘুম দাও
                                 কষ্ট ভুলে থাকি


কড়জোড় করি, নত হয়ে
সুদূর অতীত তুমি আজ অন্য কোনোখানে যাও ঘুরে এসো
অতীত আমাকে বলে
শোনো বন্ধু আজনম তোমারই আছি
আমৃত্যু তোমার পাশে থেকে যাবো আমি


জীবনের মৌণ স্তরে এসে
দেখেছি... জড়িয়ে আছে সুপ্তশোক বিষাদের নিস্তব্ধ মুগ্ধতা
স্বপ্নীল নদীর বুকে শুধু বালুচর
                     একটু তৃষা নিভূত হতো...
নোনাজল সমুদ্রের তলে ডুবে গেলে


বিন্দুমাত্র ব্যতিক্রম হতো
‘পাখির নীড়ের মতো’ চোখ যার সেই দু’টি চোখে
একবার শুধু শুভ—দৃষ্টি দিয়ে আমার চোখের দিকে
চেয়ে যদি বলে চলে এসো
আমরা দু’জন হবো একফাঁলি জয়শ্রী জীবন!