এই পাকায় আজ এঁকেছি মায়ের প্রিয় ছবি
কপাল জুড়ে টিপ এঁকেছি একটি রাঙা রবি
দোয়েল আমায় বললো ডেকে শুনছো নাকি তুমি
মা মানেই তো সুখের স্বর্গ সাধের মাতৃভূমি।


পাকসেনাদের পেতে রাখা অকাল মরন ফাঁদে
দেশের জন্য ভাই হারালাম দূর আকাশের চাঁদে
শাপলা হয়ে বোনটি হাসে শিশির ভেজা রাতে
নেই কাকনের রিনিঝিনি মেহেদী রাঙা হাতে।


স্বাধীনতা এলো ফিরে গাঁয়ের মেঠো পথে
বাবাও নাকি আসবে ফিরে স্বপ্ন রঙিন রথে।


তমাল তরুর শীতল ছায়ায় সবুজ পরিবেশে
জন্মেছি মা দোয়েল শ্যামা ধান শালিকের দেশে
পদ্মা মেঘনা মধুমতি তুরাগ তিতাস গড়াই
আমার আছে রক্তনদী একাত্তরের বড়াই।