বিষয়ঃ মুক্ত চিন্তায় লেখালেখি।


সমাজের চোখে বন্ধুত্ব কি?
ব্যক্তিক জীবনে বন্ধুত্ব কি আলাদা হয়?
সমাজ কেনো বলে-
ছেলে মেয়ে পরস্পর বন্ধু হতে পারে না।
স্বীকার করি হুমায়ন আহমেদের কথা-
ছেলে মেয়ে বন্ধু হলে অন্তত একবার প্রেমে পড়বে।
এর মানেই কেনো আধুনিক ভালোবাসা,বৈবাহিক জীবন।
যদি কষ্টের সময় কাকও পাশে থেকে কা কা করে-
সেই ঢাকে কোকিলের সুকণ্ঠ পাওয়া যায়।
যেখানে মনুষ্যত্ব আছে সেখানে আবেগ থাকবে;
আবেগ মানে সুখ,দুঃখ প্রকাশের স্থল প্রয়োজন।
মেয়ে-মেয়ে হিংসা করবে ধরণীর চিরায়ত ধর্ম।
বন্ধুত্বের নামে গোপনীয়তার সুযোগ খোজা ঐতিহাসিক কর্ম।
ইতিহাস বলে,রুপকথা বলে-
ছেলে ছেলে,মেয়ে মেয়ে উত্তম বন্ধুত্ব হয়।
বাস্তবতা সাক্ষী আছে-
ছেলে মেয়ে, বন্ধুত্বের সর্বশ্রেষ্ঠ পরিচয়........


Part 02  লেখা চলছে!!