শৈত্য সখা খেজুর রস,পাটালি-গুড়ের বহর,
দেখতে হলে আসবে চলে মধু'র জেলা যশোর।
গাছিরকাটা গাছের খাজে যেথায় ঝরে রস,
ফুলে-ফলে,নদের জলে নিহিত সেথার যশ।
শীতের ভোরে ঘরে ঘরে কুয়াশায় কম্প ধরে,
যেথার চাষা ঋতুভেদে নানা ফুল চাষ করে।
যেথার গুড়ের স্বাদের কথা ব্যপ্ত সারাদেশ,
এক চুমুকেই যাহার রেশ থেকে যায় বেশ।
হাড়ি হাড়ি রসের পিঠা খেতে লাগে বড় মিঠা;
এই জেলারই সাগরদাড়ি মধু'র পিতৃভিটা।
ধান-পাট,আখের বাহার এই জেলারই চিত্ত,
শিক্ষা,কৃষি,মহা-মনিষী, ঐতিহ্যে ইহা বিত্ত।
৭১-এর প্রথম স্বাধীন,আধুনিকতম শহর-
'IT' পার্কে ধন্য হলো মধুর জেলা যশোর।