পূর্ণতায় শূন্যতা মিশে
সিক্ত হৃদয় বিহঙ্গ বনে বিহঙ্গীনির পূর্নতা,
আজ তাহাই আমার শূন্যতা,এহে পূ্র্ণতা।


এক পূর্ণিমা ক্ষণে পূ্র্ণ দুজন,
মায়ায় মজে পূর্ণতা;
মায়া গেছে রয়ে পূর্ণিমা ক্ষয়ে,
শুধুই শূন্যতা, এহে পূর্ণতা।


সেই ক্ষণ নাহি ফিরে মায়া রয় ঘিরে,
তীর হারিয়েছে তট?
ফিরবে কি নীড়ে?
আসবে কি ঢেউ,ক্ষয়ে যাবে শূন্যতা?


ফিরিয়ে দাও,ফিরে পেতে চাই
বিহঙ্গ বনে বিহঙ্গীনির পূর্ণতা।
আমি শূন্য নই, তবু শূন্য সবই
বুঝে নিও শূন্য এ কাব্যকথা।


~ মিল্টন খন্দকার