বৃষ্টির শব্দ শুনি
নিঝুম দুপুরে
কান্নার গান বাজে
রিমঝিম নূপুরে।
এসেছে নবীন জল
চারিদিকে কোলাহল
সে জল ভাসিয়ে নিল
ভালোবাসি যারে।
আমারও কান্না পেলো
এ ভরা ভাদরে
কাঁদছি আমিও তাই
একলা দুপুরে।
ঝরুক বারিধারা
জুড়াক নয়নতারা
স্বস্তি আসুক নেমে
দু’চোখ জুড়ে
ধুয়ে যাক কষ্ট যতো
বৃষ্টির সুরে।


ঢাকা। ২০ই মে, ২০১৬ ।