নাটোর শহরে জন্ম আমার
ফৌজদারীপাড়ায়
শৈশব-কৈশোর কেটেছে
এপাড়ায় ওপাড়ায়।


এই শহরে নেমেই আমি
হয়ে যাই যাযাবর
ঘুরিফিরি যতো ওলি-গলি
খুঁজি না আপন পর।


কান্দিভিটা, মীরপাড়া
আর আলাইপুরের স্মৃতি
মনে আছে আজও শৈশবের
সুখ-দুঃখের গীতি ।


ছোট্টবেলায় কান্দিভিটায়
ভেঙ্গেছিলো ডান পা
একটানা কেটেছে ক’মাস
বিছানায় একা একা ।


মনির-মিয়ার বাড়িতে এসে
ঘর ভাঙল মা’র
এরপর চলে দীর্ঘ সময়
মা-ছেলের সংসার।


মীরপাড়াতে নদীর ধারে
কেটেছে দারুন সময়
নারদের ঘাট, ময়নার মাঠ
হুল্লোড় কে থামায় ।


কলিন, ফরিদ, লিটন, রবিন
আরও যে কতো নাম
নারোদ পাড়ের ছেলে আমরা
বাল্য বন্ধু ছিলাম ।


স্কুল থেকে ফিরেই
পাড়ার বন্ধু বান্ধব যতো
সারাদিন শুধু খুনসুটি আর
খেলায় মেতেছি কতো ।


আলাইপুরে ছাত্রনেতা
সারাদিন ছুটাছুটি
প্রতিরোধ-প্রতিবাদে গড়েছি
আম-জনতার জুটি ।


পথে প্রান্তরে মিছিল-মিটিং
সংগঠনের কাজ
গণসঙ্গীতে তুলেছি কতো
অধিকারের আওয়াজ ।


চাঁদেরহাট, স্কাউটিং বা
দেয়াল-লিখন শেষে
কতো রাত জেগে বাড়ী ফিরেছি
সে সব যায়নি মিছে ।


নস্টালজিক এন এস কলেজ
দাপুটে সময় বাওয়া
ছাত্র-সংসদ নির্বাচনে
ভিপি-জিএস প্রার্থী হওয়া।


এমনি করে নব্বই এ হয়
স্বৈরাচারের পতন
গণতান্ত্রিক রাজনীতিতে আসে
আদর্শের অধঃপতন ।


আমার মননেও লাগে
হতাশার হাওয়া
উচ্চ শিক্ষার্থে এবার
রাজশাহীতে যাওয়া ।


এই শুরু নাটোর ছেড়ে
অন্য কোথাও থাকা
প্রাণের শহর পিছু ফেলে
বিশ্ব ঘুরে দেখা !


অনেক দিন পরে আবার
আসছি এই শহর
বন্ধু তোরা আছিস কি কেউ
আছে কি কোন খবর !


আজও নাটোর আসলে আমার
হৃদয়ে লাগে ফাগুন
নাটোর আমার প্রথম প্রেমের
ছাইচাপা আগুন ।।


ঢাকা। ২৭শে মার্চ, ২০১৭ ।