অক্ষর বিন্যাসে সাজিয়েছিলে
উদাসী পৌরুষের হাহাকার
প্রিয়তমার সাড়া না পাওয়া শরীর
কিন্তু বুকের মাঝে যে এক বিশাল জলাশয়
যেখানে অষ্টপ্রহর জ্বালা দিয়ে যায়
না পাওয়া প্রেম....


বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতন
ভাসিয়েছিলে শরীরী নির্যাস যার জন্য,
হোক না সে মায়াময়ী কিংবা অশরীরী
তবুও তো ঢেউ উঠেছিল  বুকের গভীরে
একবার নয় _ বারবার


হোক না সে পতিতা কিংবা বারাংগনা
তোমার হৃত যৌবন তো ফিরিয়ে দিয়েছিল
সেই.....


তবে কেন দিলে তাকে চির নির্বাসন!!!!