বাতাসে ভেজা বিষণ্ণতার গন্ধে
মনে পড়ে গেলো তোমাকে .....
স্কুলের পাশে ছোট্ট দোকান ,
দোকানীর সাথে ভাব জমানো ,
একটু সময় কাটানো
বাসস্টপে অপলক প্রতীক্ষা ,
অকারনে সিগারেটে টান ,
নটা পঞ্চাশ বাজলেই বড় দরজাটা বন্ধ হয়ে যাবে ।


দুপুরের সেই রোদ গলা পিচের রাস্তায়
উন্মুখ একজোড়া চোখ খুঁজে বেড়ায়
দু ' বেণী দোলানো হাসিমুখ ।


কোনদিনও কথা হয়নি তবুও
অনেক কথা হয়েছিল
কোনদিনও পথ হাঁটি নি তবুও
অনেকটা পথ হেঁটেছিল
স্বপ্নমাখা দুটি চোখ মনের মাঝে
আলোড়ন তুলেছিল ।


দীর্ঘ সময় পেরিয়ে আবারও দেখা হয়েছিল
খুশীতে উজ্জ্বল একজোড়া চোখ
মুগ্ধ দৃষ্টিতে খুঁজছিল তার অতীতকে
সাহস করে বলেছিল -- 'আসব একদিন তোমার বাড়ী'


কিছুদিন পর খবর পেলাম
অচিনপুরের যাত্রী হয়ে পাড়ি দিয়েছ
বহু দূরের পথ ।


শূন্য মনে ভাবি... এমনটাই কি কথা ছিল ??