তারপর, তুমি যখন নীল শাড়ির আঁচল উড়িয়ে
পাশ থেকে উঠে বললে , যাই...
মুহূর্তে প্যান্ডেলের সব আলো গুলো
এক সাথে  নিভে গেলো
প্রতিমার মুখে যেন আঁধার নেমে এলো...


কত বচ্ছর পরে দেখা...
চিনতে পেরেছ দেখে অবাক হলাম
নিজেকে নিজেই চিনতে পারি না আজকাল
বেশ সাহসী হয়েছ , পাশে এসে বসলে
একবারও ভাবলে না
তোমার ছোঁয়া আজও আমায় পাগল করতে পারে
ঠিক সেদিনের মতন আজও আমি পদাঘাতে
সব চুরমার করতে পারি
রক্তপ্রবাহের ওঠাপড়া আর প্রতিটি কোষের যন্ত্রণা
আবারও সেই মিথ্যের প্রতিবাদে সরব হয়ে উঠতে পারে
আজও আমি ঠিক সেদিনের মতন দু হাতে জড়িয়ে ধরে
বলে উঠতে পারি , তোমাকে আমি ভালবাসি...


তারপর হয়ত আবারো চলে যেতে হবে
অন্ধকার গরাদের পিছনে শ্লীলতাহানির দায়ে
ঠিক সেদিনের মতন...