ডাকছে ইলিশ ইলশানীরে, 'আয় বেরিয়ে আয়,
কাটবো সাঁতার আনন্দেতে পদ্মা-মোহনায়।
সরকারে আজ আইন করেছে- ধরতে ইলিশ মানা,
আমরা সবাই হাসবো খেলবো মেলে দুটি ডানা।
সাগর ছেড়ে আসলো তারা নদীর মিষ্টি জলে,
ঝাঁকে ঝাঁকে লক্ষ ইলিশ আসলো দলে দলে।
ডিম্ব ছাড়ে নদীর স্রোতে, লক্ষ-কোটি পোনা,
জাটকা নামে বাড়লো, ওরা ইলিশ মাছের ছানা।
কিন্তু কিছু চোরা জেলে জাল ফেলেছে রাতে,
ইলিশ ছানা পড়লো ধরা সকলেই একসাথে।
পেট ভরা ডিম, ইলিশগুলোও পরলো ধরা জালে,
পাই না যে তাই মাছের রাজা ঠিক মৌসুমের কালে।
ও জেলে ভাই! এই মিনতি তোমায় করে যাই-
মার্চ-এপ্রিলে জাটকা ইলিশ আর ধরো না ভাই।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================