নারীর রূপের তর্জমা করো, দেখেছো কি তার রূপ-বাহার!
নারীর মনের দুঃখকে বোঝে, এমন পুরুষ নেই কি আর?
বলছো নারীকে- কালনাগিনী সে, অস্থিরমনা ব্যাকুল প্রাণ!
বিষাদগ্রস্ত নারীর দুঃখ, দেখেছো কি কতো প্রবাহমান?


দুঃখবোধের উড়ুনি ওড়ায়ে আত্মত্যাগের মহীয়সী সে,
যামিনী-কামিনী ভেবেছো শুধুই. কখনো দেখোনি ভালোবেসে।
কুয়াশায় ঢাকা শিশির বিন্দু, নারীর ভেতরে লুকিয়ে রয়,
দৃষ্টিনন্দন আঁখি দিয়ে দেখো, নারীই কবিতা জগতময়।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================