বহুদিন পরে তুমি ফিরে এলে,
দেখা নাহি হতো প্রাণ চলে গেলে।
দুঃখ-যাতনা কতো যে পেলাম,
অবলা বলে তা' সহিয়া গেলাম।
কঠিন পাষাণ হতো যদি প্রাণ,
ভেঙে চৌচির হতো খান খান।
দুখিনীর কাল দুঃখের ঘরে
কেটেছে বন্ধু, কহিবো কি করে!


কেমন ছিলে গো বিদেশ-নগরে?
শান্ত হইয়া বলিও আমারে।
আমার দুঃখ শোন নাকো তুমি,
জল বিনা নদী যেন মরুভূমি।
ছিলাম একাকী বন্ধুবিহীন,
দুঃখে কষ্টে কেটে গেছে দিন।
তোমার কুশল জানাও আমারে,
প্রশমিত করো এই প্রাণটারে।


বহুদিন পরে তুমি ফিরে এলে,
পরাণে আমার সুখ যে উথলে।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================