হে পুরুষ! ভুবনে কি তুমি পথহারা?
এই ঝঞ্ঝাময় ঝড়ো-উত্তাল সাগরে
কোন দিকভ্রষ্ট এক নাবিকের মতো,
ছিন্ন পাল তুলে চলো অজানার পথে
ধরে আছো ভাঙা হাল ভয়ার্ত মননে;
গন্তব্যহীন চলেছো কণ্টকাবৃত্তের
পথে অবিরাম, অবিরল, রাত্রিদিন,
একা সঙ্গীহারা মনে, আঁধার রাত্রিতে।


ধরিত্রীর বিশাল সমুদ্রে বিরচণ
করে কতো শত হিংস্র বুভুক্ষু শ্বাপদ!
সেখানে ভুল-ভ্রান্তির পরিসর বেশি,
বিপুল, ব্যাপক; তারা তোমার মৃত্যুকে,
তোমার ধ্বংসকে অথবা গ্লানিকে দ্রুত
ত্বরান্বিত করে দিতে পারে সহসাই।
হারিয়ে যেতে পারো সীমাহীন আঁধারে,
গহ্বরে, চিরতরে; তুমি কি জানো তাহা?
                      
তোমার জীবন-কর্ম, শক্তি ও পৌরষ
যদি নারীর কাছে কালিমাহীন হয়;
পথ বিপদ-সঙ্কুল হোক না যতোই,
নিঃসঙ্কোচে সেই পথ পার হবে তুমি;
পৃথিবীর ধ্রুবসত্য জানিও নিশ্চয়।
যে-ই পুরুষেরা নারীদের কাছে সাধু,
সে তো দিগ্বিজয়ী এই বিশ্ব-ব্রহ্মাণ্ডে।


==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================