একটু আগুন দাও । পুড়বো
মাঝে মাঝে না পুড়লে ইচ্ছেগুলো মরে যায়
দিয়াশলাই এর খোলের মধ্যে ঢুকে পড়ে ভবিষ্যৎ


তখন আম-পাড়া সন্ধ্যেগুলো দৌড়ে পালিয়ে যায়
তারপর ইট পোড়া গন্ধ এসে আবারও নাকে লাগে
এবং দুম করে দরজা বন্ধ করে দেওয়ার আগে
মনে হয় এখনি একটা হ্যাস্ত-ন্যাস্ত করে ফেলি


যে কিনা ৩৩ বছর ধরে মাটি খুঁড়ছে সোনার জন্যে
তাকে তুমি কয়লা খনির গল্প শোনাতে এসো না


শুধু শ্রমিক দেখো, নির্মাণ বোঝো না ?
তাহলে কোদাল চিনবে কি করে ?