১।
আলোকিত শহরে
মানবিক অনাদরে,
স্বপ্নেরা কেঁদে মরে ।

         ২।
বুকের মধ্যে কালো মেঘ
যখন তখন ঝড়ের বেগ,
মিছে প্রেম, মিছে আবেগ ।

        ৩।
দৌড়াই নাকি পালাই
হাসি নাকি হাসাই,
আজব নাট্যশালায় ।