মাথার উপরে ছাদটাকে কখনও কখনও
মনে হয় খোলা আকাশ ।
সোনালী রোদের রঙ
অন্ধকারের জামা পরে
হয়ে যায় ক্লান্ত দুপুরের পরাজিত সৈনিক,
গর্জে উঠা প্রবল ঝড় শেষে
ভেঙ্গে পড়া বৃক্ষের মতো
নির্জন মাঠে ঘুমাতে চাই ।

অন্ধকারে সতর্ক পদক্ষেপ সত্ত্বেও
ভুল জায়গায় পা ফেলবেই মানুষ ।

সাদা পায়রার চোখে চোখ রেখে
অথবা
সবুজের সাথে চলতে চলতে
যখন এসে যায় একটা বালিয়াড়ী পথ,
তখন ইজি চেয়ারে হেলান দিয়ে
মাথার উপরে ছাদটাকে মনে হয় খোলা আকাশ ।