হারিয়ে যাওয়া মুখ, হারিয়ে গেছে
খড়-কুটো আবর্জনার মতো
সব স্মৃতি ফেলে দিয়েছি ডাস্টবিনে;
দিয়াশলাই-এর খোলে বসবাস করতে চাইনি বলে
খুঁজে নিয়েছি সবুজ প্রান্তর । বৃষ্টির দিনে
বালিয়াড়ী শরীরে মুখ ডুবিয়ে
নোনা জলের স্বাদ নিয়েছি হাড়-কাঁপা শীতে;
সেই তুমি চেয়ে আছো দীঘল চোখে
আমার চারশো-তম কবিতার চেয়েও সুন্দর !


ইট-পাথরে গড়া ভাঙ্গা-চোরা বোধের নগরী
ছায়াহীন পথের ক্লান্তিতে ম্লান নীলাকাশ,
কতটুকু আলোকিত করা যায়, ভালোবাসায় ?
তৃতীয় চোখকে বলি, জেগে থাকো অহর্নিশ
আমি প্রতিদিন ফিরে আসব, কবিতার কাছে এবং তোমার কাছে ।