আমাকে পড়তে পারিনা আমি
তবুও তোমাকে পড়তে যাই মাঝে মাঝে
যেন অ আ ক খ-এর মতো সহজ পাঠ,
কোজাগরী জ্যোৎস্নায় স্বপ্নমাখা
                দিন শেষে রাত,
শিশিরে-সূর্যোদয়ে, জীবনের কোলাহল
                       রাত শেষে দিন ।


জন্ম থেকে অচেনা আঁধার, এখনো অচেনা


দিনের আলোর মতো ঝলমলে তুমি
সমৃদ্ধ বুকের ফসলে, একমাত্র কৃষক আমি
ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাসকে প্রতিরোধ করি


প্লিজ, এবার তোমার আঁধারটাকে পড়তে দাও
অ আ ক খ-এর মতো করে ফেলি সহজ পাঠ
তারপর, আলোকিত করি আমাদেরকে ।